নিজস্ব প্রতিনিধি – প্রায় চার মাস পর খুলে গেল চালসার জঙ্গল। ১৬ সেপ্টেম্বর থেকে জঙ্গল খোলার নির্দেশিকা পাওয়ার পর শুক্রবার ই  প্রথম দিনে বহু পর্যটক জঙ্গলে যান। আর দীর্ঘিদন পর জঙ্গলে ঢুকতেই অনেকেই হাতি দেখতে পেয়ে আপ্লুত হয়ে পড়েন।

এবছর করোনার জন্য গত ৪ মে থেকেই জঙ্গল বন্ধ ছিল। প্রায় চার মাস কর্মহীন হয়ে ছিলেন জিপসি চালক ও মালিকেরা। মূর্তি জিপসি ওনার্স অ্যাসোসিয়েশনের পরিচালক মজিদুল আলম বলেন, ‘এবছর করোনার জন্য টানা ৪ মাস জঙ্গল বন্ধ থাকায় খুব সমস্যায় পড়তে হয়।’ মূর্তি এলাকায় ২৫ টি জিপসি আছে। মালিক ও চালক মিলিয়ে এই জিপসি চালানোর সঙ্গে যুক্ত শতাধিক। দীর্ঘদিন পর জঙ্গল খোলায় ফের তাঁরা সুদিন দেখতে পারবেন বলে আশা সকলেরই। এদিন মূর্তি টিকিট কাউন্টারে আসা পর্যটকদের থার্মাল স্ক্যানিং সহ সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই জিপসি করে জঙ্গলে ঢোকানো হয়।

Loading