নিজস্ব প্রতিনিধি – *প্রায় ৬ মাস পরে আবার লোকাল ট্রেন চালু করতে অনুমতি দিল রাজ্য সরকার।
১ নভেম্বর থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলাচল করবে।
*করোনা বিধি মেনে ফিল্ম টিভির আউটডোর শুটিংয়ে ছাড়পত্র।
*৫০ শতাংশ থেকে বেড়ে ৭০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা চলবে।
* ৫০ শতাংশ থেকে বেড়ে রেস্তোরাঁ , জিমে ৭০ শতাংশ রাজ্যের অনুমতি।
*হলের মধ্যে বিয়ে বাড়ি, অনুষ্ঠানে ৭০ শতাংশ জমায়েতের অনুমতি।
*৩০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে রাত্রিকালীন কড়াকড়ি।
*কালীপুজো দীপাবলীর জন্য ২-৫ নভেম্বর রাত্রিকালীন কড়াকড়িতে ছাড়।
*ছট পুজোর জন্য ১০-১১ এই দুইদিন রাত্রিকালীন কড়াকড়িতে ছাড়।
*১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল- কলেজ।
82 total views, 2 views today