নিজস্ব প্রতিনিধি – করোনাভাইরাসের তৃতীয় ঢেউ শুরু হয়েছে ঘন বসতি শহর মুম্বাই-এ। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে হঠাৎ করেই করোনার সংক্রমণ বেড়েছে। এ অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি ঘরে থাকার পরামর্শ দিয়েছেন মুম্বাইয়ের মেয়র কিশোরী পেদনকার। ৭ সেপ্টেম্বর মহারাষ্ট্রে নতুন করে ৩ হাজার আটশ’ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। মারা গেছেন কমপক্ষে ৮৬ জন। নতুন করে সংক্রমণ বৃদ্ধিতে ভাবাচ্ছে সরকারকে। রাজধানী মুম্বাই ও নাগপুরে সংক্রমণের চিত্রটা উপরের দিকে। অনেকেই বলছেন, তৃতীয় ঢেউয়ের দ্বারপ্রান্তে মহারাষ্ট্র। তবে মুম্বাইয়ের মেয়র বলছেন, করোনার তৃতীয় ঢেউ ইতোমধ্যে মুম্বাই-এ শুরু হয়েছে। সবাইকে মাস্ক ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানাচ্ছে স্থানীয় প্রশাসন। আগামী ১০ সেপ্টেম্বর গণেশ চতুর্থী। মহারাষ্ট্রের সবচেয়ে বড় উৎসবের ঠিক আগেই তৃতীয় ঢেউ শুরু হওয়ার উৎকণ্ঠায় স্থানীয়রা। এমন পরিস্থিতিতে আগামী এক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মনে করছে রাজ্য সরকার।