পশ্চিমবঙ্গে এনআরসি  না হলে এই রাজ্য দ্বিতীয় বাংলাদেশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ‘এটা দলের কথা নয়, আমার ব্যক্তিগত কথা, এনআরসি (জাতীয় নাগরিকপঞ্জি) দরকার। যোগী আদিত্যনাথজি আর হেমন্ত বিশ্বশর্মা যা যা করছেন, বাংলাতে সেটা দরকার। নইলে এই বাংলাটা বাংলাদেশ-টু  হবে।’ ১৯ আগস্ট সন্ধ্যায় বিজেপির এক সভায় তিনি এসব বলেছেন । শুভেন্দুর অভিযোগ, ‘নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী সুস্থ পায়ে ব্যান্ডেজ লাগিয়ে ঘুরে বেরিয়েছেন । ভালো কাজ করলে প্রশংসা করব কিন্তু এখনও পর্যন্ত দিদিমণি একটাও ভালো কাজ করেননি।’ পশ্চিমবঙ্গে ‘আজ, কাল বা পরশু’ বিজেপি-র সরকার হবে বলেও দাবি করেন তিনি। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে হাইকোর্টের রায় প্রসঙ্গে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন, ‘মানবতার জয় গণতন্ত্রের জয়। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছিল। আমাদের সংবিধানের মূল স্তম্ভ বিচারব্যবস্থা এগিয়ে এসেছে মানবাধিকার রক্ষা করার জন্য।’

Loading