নিজস্ব প্রতিনিধি – তালেবানদের কাবুল দখলের পর থেকে এপর্যন্ত ১৮ হাজারের বেশি মানুষ সরিয়ে নেওয়া হয়েছে। আফগানিস্তানে কর্মরত ন্যাটো বাহিনীর এক কর্মকর্তা এতথ্য নিশ্চিত করেছেন।  ওই কর্মকর্তা জানান, তালেবানদের ক্ষমতা দখলের পর তাদের শাসন ব্যবস্থা নিয়ে আতঙ্কিত আফগান নাগরিকরা এখনও দেশ ছাড়তে কাবুল বিমানবন্দরের বাইরে ভিড় করছেন। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি পালিয়ে যাওয়ার পর একপ্রকার বিনাযুদ্ধে কাবুল দখল করে তালেবান। ক্ষমতা দখলের পরই ইসলামিক শরিয়া মোতাবেক নতুন সরকার গঠন করে তালেবান। তাদের এই শাসন মানতে নারাজ অনেক আফগান নাগরিক। প্রয়োজনে দেশ ছেড়ে যেতে চান তারা। এদিকে তালেবান ক্ষমতা দখলের পর থেকেই আফগানিস্তানে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ জানায়, দেশটিতে ১ কোটি ৪০ লাখ মানুষ খাদ্য সংকটে ভুগছে। এই প্রসঙ্গে বিশ্ব খাদ্য কর্মসূচীর কান্ট্রি ডিরেক্টর মেরি এলেন ম্যাকগ্রোয়ের্টি সাংবাদিকদের জানিয়েছেন, তিন বছরের মধ্যে আফগানিস্তানে দ্বিতীয়বারের মতো খরা দেখা দিয়েছে। এছাড়াও করোনা মহামারি ও সামাজিক অবস্থার কারণে দেশটির অর্থনীতিও ধ্বসে পরেছে।

Loading