নিজস্ব প্রতিনিধি – অক্টোবরে পুজো। এখন থেকেই শুরু হয়ে গেছে কেনাকাটা। কিন্তু উত্সবের আনন্দ যেন ডেকে না আনে করোনা সংক্রমণ। তাই, আগেভাগেই সতর্ক কলকাতা পুরসভা। শহরের বিভিন্ন বাজারে শুরু হচ্ছে ক্রেতা-বিক্রেতাদের সচেতন করার উদ্যোগ। আর দেড় মাসের অপেক্ষা। তারপরেই বাঙালির সবচেয়ে বড় উৎসব, দুর্গাপুজো। আনন্দের প্রস্তুতি শুরু হয়ে গেছে মাস দু’য়েক আগে থেকেই। এখন থেকেই দোকানে-দোকানে জামা কাপড় কেনার ভিড়। শনি-রবিবার বা ছুটির দিনে ভিড় বাড়ছে নিউমার্কেট, হাতিবাগান, গড়িয়াহাট চত্বরে। কিন্তু উৎসবের হাত ধরে যেন সংক্রমণ ছড়াতে না পারে মারণ ভাইরাস। তাই আগে ভাগেই তত্পর কলকাতা পুরসভা।