নিজস্ব প্রতিনিধি – রাজ্যজুড়ে গত কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে। আজও রেহাই নেই উত্তরবঙ্গে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে রবিবার ও সোমবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে। তবে দাপট কমতে পারে বৃষ্টির। সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে। জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, এদিন কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই।