নিজস্ব প্রতিনিধি- কেন্দ্রের কৃষি আইন বাতিলের প্রতিবাদে বিরাট আন্দোলন চলেছে পশ্চিম ও উত্তর ভারতে। বাম সংগঠন কৃষকসভা সহ বিকেইউ নেতৃত্ব পশ্চিমবঙ্গে তুমুল প্রচার করা শুরু করেছেন। এখানেই যেন সিঁদুরে মেঘ দেখছে বিজেপি।

ভোট বড় বালাই। তাই ভোটের প্রচারে নেমে লাঙ্গল হাতে জমি চষতে শুরু করলেন সোনামুখী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি। তাঁর দল যে কৃষকদের পাশে আছে এমনই বার্তা দিতে চেয়েছেন বিজেপি প্রার্থী।

কৃষকসভা, বিকেইউ সহ একাধিক সংগঠনের সংযুক্ত কিষান মোর্চার নেতৃত্ব পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী তুমুল প্রচার শুরু করেছেন। কলকাতায় বিরাট জনসমাবেশ হয়েছে। দিল্লির কাছে অবস্থান করছেন লক্ষাধিক কৃষক। তাঁদের দাবি আইন না হটালে ঘেরাও চলবেই। এই বিক্ষোভের ধাক্কায় উত্তর প্রদেশের বহু বিধানসভায় বিজেপির ধস নেমেছে বলে বিজেপিরই অভ্যন্তরীণ রিপোর্ট।

পশ্চিমবঙ্গে কৃষকদের পাশে থাকার বার্তা দিতে প্রার্থীদের নির্দেশ পাঠানো হয়েছে দলের প্রচার কমিটি থেকে। সোনামুখী কৃষি প্রধান এলাকা। ফলে এখানকার বিজেপি প্রার্থী প্রচারে বেরিয়ে কৃষক বন্ধু হওয়ার বার্তা দিলেন বলেই মনে করা হচ্ছে।

কৃষকসভা, বিকেইউ সহ একাধিক সংগঠনের সংযুক্ত কিষান মোর্চার নেতৃত্ব পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী তুমুল প্রচার শুরু করেছেন। কলকাতায় বিরাট জনসমাবেশ হয়েছে। দিল্লির কাছে অবস্থান করছেন লক্ষাধিক কৃষক। তাঁদের দাবি আইন না হটালে ঘেরাও চলবেই। এই বিক্ষোভের ধাক্কায় উত্তর প্রদেশের বহু বিধানসভায় বিজেপির ধস নেমেছে বলে বিজেপিরই অভ্যন্তরীণ রিপোর্ট।

পশ্চিমবঙ্গে কৃষকদের পাশে থাকার বার্তা দিতে প্রার্থীদের নির্দেশ পাঠানো হয়েছে দলের প্রচার কমিটি থেকে। সোনামুখী কৃষি প্রধান এলাকা। ফলে এখানকার বিজেপি প্রার্থী প্রচারে বেরিয়ে কৃষক বন্ধু হওয়ার বার্তা দিলেন বলেই মনে করা হচ্ছে।

সূএ:কলকাতা২৪×৭

Loading