নিজস্ব প্রতিনিধি- বিধানসভা নির্বাচনে কলকাতায় ২৬ ও ২৯ এপ্রিল দুদফায় ভোট থাকলেও নির্বাচনি সভা না করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

ভারতে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে পরিস্থিতি আরও অবনতি হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মমতা। আট দফা ভোটের মধ্যে পাঁচ দফায় ভোট অনুষ্ঠিত হয়েছে। এখন কলকাতায় হবে দুই দফা ভোট। যার প্রথম দফা হবে ২৬ এপ্রিল। তবে মহামারি নিয়ন্ত্রণে ভোটের নির্বাচনি প্রচারে রাশ টেনে ধরতে চাইছেন মমতা। ডেরেক ও ব্রায়েন জানিয়েছেন, কলকাতায় নির্বাচনি প্রচারের একেবারে শেষে একটি প্রতীকী সভার মধ্য দিয়ে প্রচারের ইতি টানবেন মমতা বন্দোপাধ্যায়। গত রবিবারও ভার্চুয়াল সভা করেছেন মমতা। এর আগেও সড়কে একাই হুইল চেয়ারে বসে ছবি এঁকে করেছেন প্রতিবাদ সভা। কোভিডের মধ্য বিজেপির বড় সভা আর আট দফায় ভোটের আয়োজন করায় নির্বাচন কমিশনেরও সমালোচনা করেছেন মমতা।

Loading