নিজস্ব প্রতিনিধি – এবার বাড়িতে বসেই মিলবে ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র ফর্ম। এমনই উদ্যোগ নিয়েছে পূর্ব মেদিনীপুর প্রশাসন। এ দায়িত্ব দেওয়া হয়েছে আশাকর্মীদের উপর। ভিড় এড়াতে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এই ব্যবস্থা নিয়েছে। জেলা প্রশাসক পূর্ণেন্দু মাঝি বলেছেন, লাইন দিয়ে নয়, প্রয়োজনে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে এই প্রকল্পের ফর্ম। বেশকিছু ব্লকে ইতিমধ্যে এই কাজ শুরু হয়ে গিয়েছে বলেও খবর।