নিজস্ব প্রতিনিধি – **পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের নতুন চেয়ারম্যান হলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সিটিসি, সিএসটিসি এবং ডব্লিউবিএসটিসি এই তিনটি নিগম মিলে ডব্লিউবিটিসি বা পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম তৈরি হয়েছে। দায়িত্ব নিয়েই মঙ্গলবার পরিবহণ ভবনে যান মদন।
**অভিনেতা বনি সেনগুপ্তের বিজেপি ছাড়া নিয়ে জল্পনা ছড়াল। এই মুহূর্তে অভিনেতা একটি নতুন ছবি শুটিংয়ে রয়েছেন বোলপুরে। শোনা যাচ্ছে এই অভিনেতা এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন?।
**দক্ষিণী অভিনেতা কমল হাসান করোনায় আক্রান্ত।বর্তমানে ভর্তি রয়েছেন হাসপাতালে। করোনা পরীক্ষা করার পর তার রিপোর্ট পজিটিভ আসে।
**কলকাতায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিআইটি রোড শাখার গ্রাহকের অ্যাকাউন্ট থেকে প্রায় ৪৫ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল। পুলিশ সূত্রে খবর, আইডি ও পাসওয়ার্ড হাতিয়ে প্রতারণা করা হয়। ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
** বিজেপি সাংসদ গৌতম গম্ভীরকে প্রাণনাশের হুমকি দিল জঙ্গি সংগঠন আইএসের কাশ্মীর শাখা । এ বিষয়ে দিল্লি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন গম্ভীর।
**ভারত-রাশিয়া যৌথ প্রচেষ্টায় উত্তরপ্রদেশে উৎপাদিত হবে একে-২০৩ অ্যাসল্ট রাইফেল। আগামী মাসে বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর তাঁর এই সফরের আগেই উত্তরপ্রদেশের আমেথিতে একটি ফ্যাক্টরিতে যৌথভাবে এই অ্যাসল্ট রাইফেল তৈরির জন্য ভারত রাশিয়ার সঙ্গে ৫,১০০ কোটি টাকার একটি চুক্তি সম্পন্ন করার দিকে এগোচ্ছে বলে খবর।
**হিমাচল প্রদেশের রাজ্য বিজেপির সহ সভাপতির পদে ইস্তফা দিলেন কৃপাল সিং পারমার। তিনি সিরমাউর জেলা ইনচার্জ এবং রাজ্য কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। গত কয়েক মাস ধরে দলে তাঁকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ এনেছেন এই নেতা।
**ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৬। বুধবার সকাল ১০টা ৫৮মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল হিমাচল প্রদেশের শিমলা থেকে ৫৬ কিলোমিটার পূর্ব থেকে উত্তর পূর্বে। হতাহতের কোন খবর নেই।
-**তৃণমূলে যোগ দিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা মুকুল সাংমা-সহ কংগ্রেসের ১২ জন বিধায়ক। মেঘালয়ে কংগ্রেসের বিধায়ক সংখ্যা ছিল ১৮। এর মধ্যে ১২ জন বিধায়ক যোগ দেওয়ায় প্রধান বিরোধী দল হল তৃণমূল। ৬০ আসনের মেঘালয় বিধানসভায় এনডিএ-র বিধায়ক ৪০ জন। কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমে হল ৬।
**বয়সের কারণে সিপিএমের জেলা কমিটি থেকে সরছেন অশোক ভট্টাচার্য। তেমনই ইঙ্গিত দিলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র। তিনি জানিয়েছেন, তরুণদের সুযোগ দেওয়াই উদ্দেশ্যেই জেলা কমিটি ছাড়ছেন।
**তৃণমূলে যোগ দিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা মুকুল সাংমা-সহ কংগ্রেসের ১২ জন বিধায়ক। মেঘালয়ে কংগ্রেসের বিধায়ক সংখ্যা ছিল ১৮। এর মধ্যে ১২ জন বিধায়ক যোগ দেওয়ায় প্রধান বিরোধী দল হল তৃণমূল। ৬০ আসনের মেঘালয় বিধানসভায় এনডিএ-র বিধায়ক ৪০ জন। কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমে হল ৬।
**বয়সের কারণে সিপিএমের জেলা কমিটি থেকে সরছেন অশোক ভট্টাচার্য। তেমনই ইঙ্গিত দিলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র। তিনি জানিয়েছেন, তরুণদের সুযোগ দেওয়াই উদ্দেশ্যেই জেলা কমিটি ছাড়ছেন।
**তৃণমূলে যোগ দিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা মুকুল সাংমা-সহ কংগ্রেসের ১২ জন বিধায়ক। মেঘালয়ে কংগ্রেসের বিধায়ক সংখ্যা ছিল ১৮। এর মধ্যে ১২ জন বিধায়ক যোগ দেওয়ায় প্রধান বিরোধী দল হল তৃণমূল। ৬০ আসনের মেঘালয় বিধানসভায় এনডিএ-র বিধায়ক ৪০ জন। কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমে হল ৬।
**বয়সের কারণে সিপিএমের জেলা কমিটি থেকে সরছেন অশোক ভট্টাচার্য। তেমনই ইঙ্গিত দিলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র। তিনি জানিয়েছেন, তরুণদের সুযোগ দেওয়াই উদ্দেশ্যেই জেলা কমিটি ছাড়ছেন।
**উত্তর ২৪ পরগনার দক্ষিণ দমদম পুরসভাও। বুধবার ওই পুরসভার নিজস্ব হাসপাতালে অক্সিজেন প্লান্টের উদ্বোধন হল। সূচনা করলেন দমদমের সাংসদ সৌগত রায়।
চলতি বছরে মেট্রো পরিষেবা চালু করার পরও, এতদিন সেই নিয়মই মেনে চলা হচ্ছিল। তবে সোমবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার থেকে ফের টোকেন ব্যবস্থা চালু হবে। পাশাপাশি, চালু থাকবে স্মার্ট কার্ডও। জানিয়েছেন, কলকাতা মেট্রো রেলের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ।
60 total views, 2 views today