**এষা গুপ্তা:

বলিউডে ক্রমশ চওড়া হচ্ছে করোনার থাবা। একের পর এক তারকা করোনায় আক্রান্ত হচ্ছেন। এবার আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী এষা গুপ্তা। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজেই কোভিড পজিটিভের কথা জানিয়েছেন অভিনেত্রী।

**সংগীত শিল্পী ইমন চক্রবর্তী:

‘আমার দরজায় খিল’ করোনার রিপোর্ট আসার পর এমনটাই পোস্ট করলেন সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। অর্থাৎ তিনি কোভিড পজিটিভ। তাই নিজের গানের লাইন উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন গায়িকা। করোনা আক্রান্তের কথা জানার পর থেকেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন অনুরাগীরা।

**অভিনেতা দেব:

টলিউড অভিনেতা তথা প্রযোজক দেবের অনুরাগীদের জনয় সুখবর। করোনামুক্ত হলে সাম্প্রতিক জনপ্রিয় অভিনেতা দেব। করোনা আক্রান্ত হওয়ার চারদিনের মধ্যে নেগেটিভ রিপোর্ট এল তাঁর। টুইটে একথা জানিয়েছেন খোদ অভিনেতা। তাঁর সুস্থ হওয়ার খবরে স্বাভাবিকভাবেই খুশি অনুরাগী মহল।

**অভিনেতা সত্যরাজ:

করোনা আক্রান্ত হলেন তেলুগু অভিনেতা সত্যরাজ। তাঁকে অবশ্য গোটা দেশের দর্শক ‘কাটাপ্পা’  নামেই বেশি চেনে। এস এস রাজামৌলির বিখ্যাত ছবি ‘বাহুবলী’-র  অভিনেতা আপাতত চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

**গায়ক অরিজিৎ সিং:

কোভিড পজিটিভ গায়ক অরিজিৎ সিং ও তাঁর স্ত্রী কোয়েল রায়। শনিবার সোশ্যাল মিডিয়ায় করোনা আক্রান্তের কথা জানিয়েছেন খোদ গায়ক। বর্তমানে তাঁরা দুজনেই নিভৃতবাসে রয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় আনুরাগীদের আশ্বস্ত করে জানান, তিনি ও তাঁর স্ত্রী উভয়েই এখন ভালো আছেন।

**অভিনেত্রী মিথিলা পালকার:

করোনায় আক্রান্ত হয়েছেন ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় অভিনেত্রী মিথিলা পালকর। ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে করোনা আক্রান্তের কথা জানিয়েছেন অভিনেত্রী। চিকিৎসকদের পরামর্শ অনুসারে বর্তমানে নিভৃতবাসেই রয়েছেন তিনি।

**পরিচালক মধুর ভান্ডারকর:

করোনায় আক্রান্ত হয়েছেন পরিচালক মধুর ভাণ্ডারকর। টুইট করে কোভিড পজিটিভের কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি তাঁর সংস্পর্শে আসা বাকিদেরও স্বাস্থ্যবিধি মেনে চলা সহ করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার কথা জানান তিনি |

**অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়:

করোনায় আক্রান্ত অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানান অভিনেত্রী।

ইনস্টাগ্রাম স্টোরিতে কৌশানি লেখেন, গত কয়েকদিন ধরে তাঁর পরিচিতদের মধ্যে অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। তাই তিনি করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই রিপোর্ট পজিটিভ এসেছে। মৃদু উপসর্গ রয়েছে তাঁর। গত কয়েকদিন যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের করোনা পরীক্ষা করার অনুরোধ জানিয়েছেন তিনি।

**পরিচালক প্রিয়দর্শন:

করোনায় আক্রান্ত হলেন বলিউডের জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শন। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর তাঁকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পরিচালকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

**অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত:

সপরিবারে করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। জানা গিয়েছে ‘অচেনা উত্তম’ এর  শ্যুট করতে দার্জিলিংয়ে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন স্বামী সহ পরিবারের সদস্যরা। সেখান থেকে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন তাঁরা। টেস্ট করালে ঋতুপর্ণার স্বামী সঞ্জয় বাদে প্রত্যেকের রিপোর্ট পজিটিভ আসে। এ বিষয়ে অভিনেত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তাঁরা সবাই বাড়িতে কোয়ারান্টিনে রয়েছেন।

**অভিনেত্রী তিশা:

করোনায় আক্রান্ত অভিনেত্রী তৃষা। টুইট করে একথা জানিয়েছেন তিনি। সবরকম সতর্কতা অবলম্বন করছেন বলেও জানিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি সবাইকে মাস্ক পরা এবং টিকা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

**অভিনেতা ঋদ্ধি সেন:

ইনস্টাগ্রাম স্টোরিতে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে ঋদ্ধি লেখেন, তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। কোয়ারান্টিনে রয়েছেন তিনি। গত ৭২ ঘণ্টায় যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, প্রত্যেককে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছেন তিনি।

**হোম আইসোলেশন অথবা কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসাধীন মৃদু উপসর্গ থাকা করোনা রোগীদের ক্ষেত্রে পজিটিভ রিপোর্ট আসার পর ৭ দিন আইসোলেশনে থাকতে হবে। এর মধ্যে টানা তিন দিন জ্বর না এলে ৭ দিনেই আইসোলেশন শেষ হয়ে যাবে।

**সাত দিন আইসোলেশনের পর উপসর্গহীনদের দ্বিতীয়বার পরীক্ষাও করাতে হবে না।

**আর যাদের মৃদু উপসর্গ ছাড়াও যাদের কোমর্বিডিটি রয়েছে, তাদের ক্ষেত্রে অক্সিজেনের সাহায্য ছাড়া পরপর ৩ দিন স্যাচুরেশনের মাত্রা ৯৩ শতাংশের বেশি হলে ৭ দিন পরই শেষ হয়ে যাবে আইসোলেশন।

**তবে যে সমস্ত করোনা রোগীদের অক্সিজেনের সাহায্য প্রয়োজন, তাদের ক্ষেত্রে আইসোলেশন কবে শেষ হবে, তা স্থির করবেন চিকিৎসকরা।

Loading