নিজস্ব প্রতিনিধি – দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে গড় সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে। তবে রাতের তাপমাত্রা কমবে উত্তরের জেলাগুলিতে। দক্ষিনবঙ্গে আগামী তিন-চার মাসে গড় তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে মঙ্গলবার রাতে ফের পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হচ্ছে৷ যার জেরে দেশের বিভিন্ন অংশে বৃষ্টি হবে এবং পার্বত্য এলাকায় ফের তুষারপাত হবে৷

আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু অংশে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে সর্বাধিক ৯৫ শতাংশ।

আগামী ২-৩ দিনে সামান্য কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা। তবে স্বাভাবিকের উপরেই থাকবে পারদ। দিনের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমতে পারে। রাতের তাপমাত্রা কমতে পারে ২-৩ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। সপ্তাহান্তে আবারও চড়বে পারদ। পশ্চিমি ঝঞ্ঝার কারণে আগামী ২-৩ দিন আবহাওয়া ফের একবার বড় বদল নেবে৷ এর কারণে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, লাদাখ, গিলগিট ও মুজাফফরবাদ বৃষ্টি হবে এবং বরফ পড়বে৷

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা বাড়তে শুরু হয়েছে৷ ছত্তিশগড়, ওড়িশা, গুজরাত, মহারাষ্ট্রের উপকূলভাগ, গোয়া, অন্ধ্র উপকূলে নূন্যতম তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে৷ দিল্লি ও এনসিআরে লু বইবার সম্ভবনা থাকছে৷ নূন্যতম তাপমাত্রার গড় ইতিমধ্যেই ছাড়িয়ে যাবে হরিয়ানা, চণ্ডীগড় সহ বিভিন্ন জায়গায়৷

সূএ:উত্তরবঙ্গ সংবাদ

Loading