নিজস্ব প্রতিনিধি – আফগানিস্তানের হিন্দু ও শিখদের ভারতে আশ্রয় দেবে ভারত। মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব ঘোষণা অনুয়ায়ী এ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দেখতে বলছেন প্রধানমন্ত্রী মোদী।
মোদি বলেছেন, ভারত শুধুমাত্র ভারতীয় নাগরিকদের রক্ষা করবে না, আফগানিস্তানে সংখ্যালঘু শিখ ও হিন্দুদের ও রক্ষা করবে।