নিজস্ব প্রতিনিধি – স্বর্গ থেকে দিয়াগো ম্যারাডোনা নিশ্চয় আশীর্বাদ করেছেন লিওনেল মেসিকে! বেঁচে থাকলে সশরীরে মারাকানায় উপস্থিত থাকতেন। আর্জেন্টিনা, মেসির হয়ে গলা ফাটাতেন। তিনি বেঁচে থাকা অবস্থায় আর্জেন্টিনার জার্সিতে প্রিয় অনুজের হাতে কোনো শিরোপা উঠতে দেখেননি। অথচ তার মৃত্যুর (২৫ নভেম্বর ২০২০) সাত মাস পরই কিনা মেসি প্রথমবার দেশের হয়ে কোনো শিরোপা জিতলেন। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদের মাঠেই হারিয়ে। ম্যারাডোনা দেশকে বিশ^কাপ জয়ের স্বাদ পাইয়ে দিয়েছেন। কিন্তু আর্জেন্টাইন এই ফুটবল কিংবদন্তি কখনো কোপা আমেরিকা জিততে পারেননি। আর মেসি দেশের হয়ে প্রথমবার যে আন্তর্জাতিক ট্রফিটা জিতলেন, সেটি হলো কোপা আমেরিকা। তার নেতৃত্বেই ২৮ বছর পর মেজর কোনো ট্রফি জিতলেন আলবিসেলেস্তেরা। আর দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান হলো মেসির। ফুটবল বিধাতা ক্লাব বার্সেলোনার জার্সিতে তাকে সব দিয়েছেন, শুধু আর্জেন্টিনার জার্সিতে এতদিন একটি ট্রফি দেননি! এবার আর বঞ্চিত করলেন না তাকে। বরং কোপার শিরোপা তুলে দিয়ে মেসির কাছে ফুটবলের যে ঝণ ছিল, এর কিছুটা যেন শোধ করে দিলেন। কেউ কেউ মেসিকে সর্বকালের সেরা ফুটবলার বলেন! ক্লাব বার্সেলোনার হয়ে এমন কোনো ট্রফি নেই- যেটি তিনি জেতেননি। ছয়বারের ব্যালন ডি’অরজয়ী তারকার একটিই আক্ষেপ ছিল- সেটি আর্জেন্টিনার জার্সিতে মেজর কোনো ট্রফি জিততে না পারা। ২০০৫ সালে জাতীয় দলে অভিষেক হওয়ার পর তিনটি কোপার ফাইনাল (২০০৭, ২০১৫, ২০১৬) ও একটি বিশ^কাপ ফুটবলের (২০১৪) ফাইনাল খেলেছেন এই আর্জেন্টাইন ম্যাজিশিয়ান। তবে প্রতিটি আসরেই তার স্বপ্নভঙ্গ হয়েছে। রানার্সআপ হয়ে তুষ্ট থাকতে হয়েছে। এবারও কি এমন কিছুই হতে চলেছিল?

Loading