নিজস্ব প্রতিনিধি: রাজ্য-রাজ্যপাল সংঘাতের আঁচ সংসদে। রাষ্ট্রপতির কাছে রাজ্যপালকে প্রত্যাহারের অনুরোধ। সংসদীয় গণতন্ত্রের স্বার্থে অবিলম্বে রাজ্যপালকে প্রত্যাহার করুন। রাষ্ট্রপতিকে অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।
সোমবার সংসদের অধিবেশনে ভাষণ শেষ করে বেরিয়ে যাওয়ার মুখে তৃণমূল-কংগ্রেসের সাংসদদের মুখোমুখি হন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেইসময় পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি অনুরোধ করেন, সংসদীয় গণতন্ত্র রক্ষার স্বার্থে অবিলম্বে রাজ্যপালকে প্রত্যাহার করা হোক।
30 total views, 4 views today