কুশল সেন (বিশেষ প্রতিনিধি) – বেহালাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। ১৩ বছর পর জোকা -মাঝেরহাট মেট্রো পরিষেবা চালু হচ্ছে। বাম আমলে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ২০০৯ সালে এই প্রকল্পের শিলান্যাস ঘটিয়েছিলেন। তারপর থেকে  জমি জটিলতা থাকে আইনি বাঁধার সম্মুখীন হয়ে এই প্রকল্পের কাজ বাধাপ্রাপ্ত হচ্ছিল। অবশেষে রেল বোর্ড এই প্রকল্পকে চালু করতে করতে দিল সবুজ সংকেত। মেট্রো রেলের তরফ থেকে অবশ্য ১ বছর সময়ের লক্ষমাত্রা নেওয়া হয়েছে। দ্রুত কাজ চলছে। আশা করা যাচ্ছে, এক বছরের মধ্যেই জোকা- মাঝেরহাট মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে।

 100 total views,  4 views today