নিজস্ব প্রতিনিধি – জাতিসংঘের মানবাধিকার কমিশনের  বৈঠকে আফগানিস্তান পরিস্থিতি উত্থাপন করলো ভারত। ভারতের পক্ষ থেকে পরোক্ষ ভাবে তালেবানকে বার্তা দেওয়া হয় বৈঠকে।  বৈঠকে বলা হয়, ‘ভারত আশা করছে যে আফগানিস্তান প্রতিবেশী দেশের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠবে না। আশা করা হচ্ছে যে আফগান মাটি ব্যবহার করে প্রতিবেশী দেশে হামলা চালাবে না লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদের মতো জঙ্গি সংগঠনগুলি। বৈঠকে জাতিসংঘে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ইন্দ্রা মানি পান্ডে বলেন, আফগানিস্তানে মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। এখন দেশটিতে সহিংসতা ও মৌলিক অধিকার নিয়ে শংকিত আফগান জনগণ।

 126 total views,  4 views today