উল্টোডাঙ্গা বিধান সংঘ
উল্টোডাঙা বিধান সঙ্ঘ এবছর তাদের মণ্ডপে তুলে ধরেছে ইতিহাসের এক অধ্যায়কে। এই ইতিহাসকে আমরা কেউই অস্বীকার করতে পারি না। ছিন্নমূল হয়ে আসা মানুষের যন্ত্রণা আমরা দেখেছি। ২০২১ সালেও হয়ত আমরা আবারও সেই পরিচয় খুঁজে বেড়াচ্ছি। আর সেই পরম্পরাই এবছর বিধান সঙ্ঘের মূল ভাবনা। তাদের এবছরের থিমের নাম ‘কাঁটাতার’
সন্তোষ মিত্র স্কোয়ার
সন্তোষ মিত্র স্কোয়ারে সাবেকি প্রতিমা এবং জয়পুরের লক্ষ্মী-নারায়ণ মন্দিরের আদলে নির্মিত মণ্ডপ। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো এবছর ৮৬তম বর্ষে পদার্পণ করল। এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মানে ‘রূপকল্পে সেরা’ পুজোর শিরোপা পেল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো।
152 total views, 8 views today