*কর বাগানের পুজো: করবাগানের পুজো। এই বছর ৭৪তম বছরে পা দিল করবাগানের পুজো। তাদের এবারের থিম ‘এই পৃথিবী কি শুধুই আমার?’ এই থিমের মাধ্যমে তারা সকলকে প্রশ্ন করছেন যেভাবে মানুষ পৃথিবীকে বিনাশ করছে, ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, তা সত্যিই সঠিক কি না।
*ভাবনা সমাজসেবী সংঘ:
লকডাউন হয়েছে দীর্ঘদিন। তারমধ্যে জীবন থেমে থাকেনি। যাপন টা চলছে। আর এখান থেকেই এবারের থিম ভাবনা সমাজসেবী সংঘের। ৭৬ বছরের এবারের পুজোর থিম এর নাম দেওয়া হয়েছে ‘অন্য কুয়াসা’। উদ্যোক্তাদের কথায়, এই কুয়াশা কোন রোমান্টিক বার্তা দিচ্ছে না। আমরা করণা পরিস্থিতিতে দৈনন্দিন জীবন যাপন করছি। কিন্তু গ্রস্থ হয়ে। এই থেকেই ভাবনা ‘অন্য কুয়াশা’। সবার মাঝে মণ্ডপে উজ্জ্বল হয়ে থাকবেন মা দুর্গা। তিনিই আশার আলো দেখাবেন সবাইকে।
*বরানগর নেতাজী কলোনি:
দুর্গাপুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত চালচিত্র। বহু বনেদি বাড়িতে এখন ও শোভা পায়। চালচিত্র মানেই পটের কাজ, এবং অন্যান্য সৌন্দর্য। বরানগর নেতাজী কলোনি লো ল্যান্ডের পুজোর এবার মূল ভাবনা চালচিত্র। চালচিত্রের আদলেই তৈরি হচ্ছে মন্ডপ।২০০ ফুট দূরে পুকুরের অপর প্রান্ত থেকে ও প্রতিমা দর্শন করা যাবে।
142 total views, 4 views today