নিজস্ব প্রতিনিধি – উৎসব শেষ হতেই রাজ্যে লাফিয়ে বাড়ছে দৈনিক করোনা সংক্রমণ। বুধবার স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত কোভিড ১৯ বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে ৮৬৭ জনের সংক্রমণ ধরা পড়েছে। মঙ্গলবার সেই সংখ্যা ছিল ৭২৬। ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় সংক্রামিত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৭৯৫ জন। এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ কেসের সংখ্যা ৭ হাজার ৪৯১টি। সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। পজিটিভিটি রেট ২.৪৩ শতাংশ। ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৬৭৩টি লালার নমুনা পরীক্ষা হয়েছে। আর লালার নমুনা পরীক্ষা বাড়তেই বেড়েছে দৈনিক সংক্রমণও।
114 total views, 2 views today