নিজস্ব প্রতিনিধি – উৎসব শুরুর মুহূর্তে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে আমজনতার উদ্দেশে টুইট বার্তায় তুলে ধরেছেন রবি ঠাকুরের লেখা গানের দু’টি লাইন, ‘শরতে আজ কোন অতিথি এল প্রাণের দ্বারে। আনন্দগান গা রে হৃদয়, আনন্দগান গা রে।’ রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে মুখ্য এদিন লেখেন, ‘উৎসব শুরুর প্রহর গুনছে বাংলা। জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা ধ্বনিত হচ্ছে আকাশে, বাতাসে। মা দুর্গার আবির্ভাবলগ্নে সকলকে জানাই মহাচতুর্থীর আন্তরিক শুভেচ্ছা। সবার জীবন হয়ে উঠুক আনন্দমুখর।’

 136 total views,  4 views today