নিজস্ব প্রতিনিধি – কলকাতার রানাঘাট স্টেশনের ভিক্ষুক রানু মণ্ডল একসময় গান গেয়ে মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিওতে জায়গা করে নিয়েছিলেন।শুধু কি তাই গান গাওয়ার সুযোগ পেয়েছিল ভারতের অন্যতম এক তারকা শিল্পী হিমেশ এর সাথে। কিন্তু তার সুখের দিন বেশ একটা স্থায়ী হয়নি।তার সুখটা স্থায়ী না হওয়ার কারণ সে নিজেই। অতিরিক্ত মেজাজের কারণে রানু মণ্ডলের পতন হতে সময় লাগেনি। মাত্র এক বছরের ব্যবধানে যে স্টেশন থেকে উঠে এসেছিলেন আবার সেই  পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশনেই জায়গা হয়েছিল তার। আর সেখান থেকে আবার ভাইরাল হলেন রানাঘাটের ‘লতা মঙ্গেশকরখ্যাত রানু মণ্ডল। সম্প্রতি ভাইরাল হয়েছে ‘বাচপান কা প্যায়ার’ নামের একটি গান। সোশ্যাল মিডিয়ায় চলছে এই গানের জয়জয়কার। সেই গান গেয়ে ভাইরাল হলেন রানুও। ‘বং অফিসিয়াল’-এর ইউটিউবে আপলোড হওয়া এই ভিডিও নিয়ে এখন নেটপাড়ায় আলোচনা তুঙ্গে। একে রানু মণ্ডল, তার ওপর ভাইরাল গান ‘বাচপান কা প্যায়ার’। সবমিলিয়ে, এই ভিডিও নিয়ে উচ্ছ্বসিত নেটিজেনরা।

 210 total views,  4 views today