” ভবিষ্যত তুমি কার “

কলমে – বিজন চন্দ

টালিগঞ্জ, কলকাতা, ভারত

 

পরিচিতি

********

কবি -সাহিত্যিক ও সংগঠক

বিজন চন্দ

৯৪৩৩১১২০৯২

********

জন্ম -এগরা, পূর্ব মেদিনীপুর ,পশ্চিমবঙ্গ, ভারত।  পিতা পুলিন বিহারী চন্দ ,মাতা স্বর্ণময়ী দেবী।  স্থায়ী বাসিন্দা  – টালিগঞ্জ, কলকাতা। কবি পেশায় জীববিদ্যার শিক্ষক । এছাড়া  চলচ্চিত্রাভিনেতা সঞ্চালক,সংগঠক ও শিল্পী।সম্পাদনা-  আকাশ বলাকা (সাহিত্য পত্রিকা) ,উচ্চ মাধ্যমিক সাথী (বিজ্ঞান পত্রিকা)। গ্রন্থ  – অনন্যা,অন্বেষণ অভিমানী, অন্তরালে,অমর প্রেম, প্রত্যাশার বর্ণমালা, কাব্য মঞ্জুরী…  সাহিত্য সংস্কৃতির অভিনন্দন যাত্রা আসাম ,ত্রিপুরা ,ভারত ও বাংলাদেশ।

********

ছেলে আমার বিদেশী ভাষায়

 একেবারেই চোস্ত

 পিজা বার্গা র ছাড়া

 খায় না আলু পোস্ত ।

বিদেশে যাবে অফিসার হবে

 কত দিনের আশা

তাইতো আমি শেখাই না

 এই ম্যার মেরে বাংলা ভাষা।

ডেডি মাম্মি আঙ্কেল ছাড়া

 বলে না কিছু আর

উচ্চশিক্ষিত হয়ে গেল উড়ে

 বাবা-মার কি দরকার ?

দেহে মাটির গন্ধ ছেড়ে

  পারফিউম এ ভরে মন

জীবন যুদ্ধে সকাল সন্ধ্যা

 ব্যস্ত সারাক্ষণ।

 সবুজ ঘাসে হরেক ফুল

 অবাক হয়ে দেখে

 কচি ধানে মাঠের কোনে

 রামধনু রং আঁকে।

 নদীর জল কোলাহল

 আঁছড়ে পড়ে পাড়ে

চাষির ছেলে ডিঙ্গি বেঁধে

 যাচ্ছে নিজের ঘরে।

 সন্ধ্যেবেলা কুপির আলো

 আঁধার দিচ্ছে মুছে

বৃদ্ধ বাবা মা আজও খোঁজে

 ছেলে কেমন আছে।

 মরণ কালে আসবে তো ছেলে

  দিতে মুখে জল !

জন্মভূমি কোথায় তুমি

  মোছাও  অশ্রু জল।

……………………………………………………………………………………………………

 

 

 

Loading