অবশেষে তুমি এলে

কলমে – ঊষা মল্লিক

১১৪/৩/৪, ডায়মন্ড হারবার রোড. বরিষা, উদয়ন পল্লী, কোলকাতা- ৭০০০০৮

 

তুমি আসবে বলেই, আজ সারাটা দিন, ছিল মেঘলা আকাশ,

তুমি আসবে বলেই,আজ থমকে গেছিল, ঐ ঝোড়ো বাতাস।

তোমার আসার অপেক্ষায়, দিন গুনেছে, মানুষ, পশু আর পাখি,

দিয়েছো তুমি মানুষ কে , অনেক দিন ধরেই ফাঁকি।

অবশেষে এলে তুমি, বহু বাধা পেরিয়ে,

ভিজেছে  তোমাতে, আজ মানুষ,অনেক ক্ষন দাঁড়িয়ে।

তুমি এসেছো বলেই, মানুষ নিচ্ছে আজ স্বস্তির নিঃশ্বাস,

তুমি এসেছো এবং আবার ও আসবে, এটাই সবার বিশ্বাস।

তুমি এসেছো বলেই, আজ প্রকৃতি  হয়েছে এতো মিষ্টি,

তুমি যে আমাদের, সেই আকাঙ্কিত, এক পশলা বৃষ্টি।

আজ অনেক দিন পরে, পাখার হাওয়ায়, চোখে এলো ঘুম,

বাতানুকূল মেশিন গুলোর, আওয়াজ বন্ধে, আজ চারদিক নিঃঝুম।

 আজ ঠান্ডা কলের জলে, হাত দিয়ে, পেয়েছি কতো সুখ,

গরমের এই তীব্র তায়, হয়েছিল কতো অসুখ।

তুমি আসাতে, গাছপালা ও হয়েছে যে, খুব খুশি,

দাবদাহ এই গরমে , তোমাকে আমরা, সবাই ভালো বাসি।

 মাঝে মাঝে আবার এসে , দেখা দিও তুমি বারবার,

আশা করি,তোমার রাগ ভেঙ্গেছে, তাই আসবে তুমি আবার।

Loading