রৌরবের পথযাত্রী

কলমে- নন্দ দুলাল মন্ডল

মেদিয়া, উত্তর ২৪ পরগনা

লেখক পরিচিতি :  নন্দ দুলাল মন্ডল,

পশ্চিমবঙ্গ সরকারের ফিন্যান্স ডিপার্টমেন্টের একজন সাধারণ কর্মচারী হিসেবে কর্মরত।  ২০০০ সালে উত্তর ২৪ পরগনা জেলার মেদিয়া নামক একটি ছোট্ট গ্রামে জন্ম। মা ঝর্না মন্ডল।  সেখানেই মেদিয়া বাস্তুহারা  উচ্চ বিদ্যালয় থেকে স্কুল জীবন শেষ করে পরবর্তীতে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি (মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ) থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে বিটেক। পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকারের সংশোধনাগার দপ্তরে একটা সময় বেশ কিছু দিন কাজ করার সুযোগও হয়। ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি চলতো লেখালিখিও। আমি কোনো কবি বা লেখক নই, আমার অনুভূতি মিটারে যে সমস্ত বলতে না পারা অনুভূতি বারেবারে ধরা দিয়েছে তাই বেরিয়েছে আমাদের কলমের খোঁচায়।

 ২০১৭-১৮ সাল থেকে শুরু বিভিন্ন পত্রিকা,সংকলন গুলোতে লেখালেখি।

২১শে ফেব্রুয়ারি ২০২৪ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ত্রিপুরা আগরতলা বইমেলাতে থেকে প্রকাশিত হয়েছে উপন্যাস “জেলের গরাদ ভেঙে সন্ন্যাসী ” ।

এছাড়াও প্রকাশিত হয়েছে নীলবাতি, বিরহীনির মতো  গল্প গুলোর পাশাপাশি একাধিক কবিতা।বর্তমানে সমাজধারা, সমাজ ভাবনা,আলোর সন্ধানে, উৎস(অনলাইন) ইত্যাদি পত্রিকা গুলোতে কমবেশি নিয়মিত লেখালেখি করা হয়ে থাকে।

…………………………….

বাউল, লালন, কান্ত, বারি’র

নীরব অসীম অশ্রু ধারা

এদিক ওদিক ভাসছে

সবই তবুও কেমন দিক হারা।

মেঘ বলেছে ডাক পাঠালে

আসবে নেমে ঈশান কোনে,

উড়বে পাল, বসবে আসর

কল্পতরুর নিম্ন পানে ।

উঠেছে আওয়াজ,আসছে জোয়ার

বিবেক ভেঙে কি দারুণ!

অন্ধকারে জ্বালিয়ে আলো

ফিরছে আবার নবারুণ।

শহর বুকে মৃত্যু মিছিল,

নিয়মকানুন সাজানো বেশ,

জন্ম থেকে মৃত্যু পথে

বর্ণাশ্রমের এখনো কাটেনি রেশ।

স্বর্ণ মাটি, ফসল সহ ভরলো কলসি পূজারীর,

মোল্লা বসে গদির পরে দিচ্ছে হুকুম

সুনিবিড়।

তব নাপিত খুরেই মুক্তি মেলে,

নখ থেকে চুল,গোঁফ দাড়ি,

সাম্যবাদী মোরা সবাই

তবুও বর্জিত বসন

নাপিতেরই।

ছি-ছি!

বলছো কি সব মনোহারী,

নাপিত,মুচি,নম,বাগদি

সবাই মোদের আগন্তুক,

সাধ করে যে বিছিয়ে দিলাম

আইন সভায় এক অংশুক।

Loading