পাংশু হিম
কলমে- ড.নির্মল বর্মন – ডি.লিট
দুপুরের উদ্ভট গরম মাথায় নিয়ে
প্রিয়জনের উদ্দেশ্যে একপলক পক্ষপাত নজরে পড়ে।
এক গাছ ক্লোরোফিল গায়ে রক্তাক্ত। ফুলের গন্ধ
স্পর্শ নিতে ভাইজাক—- যেতে চাই।
মন উদঘাটনে সুরঙ্গপথ হাস্যজ্জ্বল যৌবন বেলা।
শীততাপ নিয়ন্ত্রিত ঘরে হৃদয় জুড়ে উদাসী গান।
কদমতলায় রাধা কৃষ্ণের পায়ের শব্দ।
সবুজ পাতার ফিসফিসানি
উলু ও শঙ্খ ধ্বনিতে নাচিন্দা মন্দির প্রতিষ্ঠা ।
আজ অসহায় জ্বালা যন্ত্রনা আয়ত্বেও নেই
নির্জনতার ব-দ্বীপে নিঃসঙ্গের সঙ্গ। সত্য কাছে নেই
শুধু হোয়াটসঅ্যাপের স্বপ্নে ছবির মেলাই সম্বল।
মায়া মমতা ভুলে হৃদয় নিংড়ানো সুরে
মনীষা চুপচাপ —
পাংশু হিমের দেশ — বাহ্য গভীর স্বতন্ত্র।