একলা দ্বীপের রাজা

কলমে- সুশান্ত সাহা

ডাকবাংলা মোড়, বারাসাত

যুদ্ধ যুদ্ধ খেলছি বটে

যুদ্ধ কোথায় আর

যুদ্ধ এখন ঘরে বাইরে

যুদ্ধ যার যার…..

তোমার কথা বলি যদি

হবেই তুমি রাজা

তোমার পেশায় ঘাম রক্ত

আর কিছুনয় গাজা..।

তোমার যুদ্ধ আমার যুদ্ধ

ভাগ হয়েছে কত

আমার যুদ্ধ তোমাদের নিয়েই

বুঝিনা অত শত

ছুটছি তাই খড়্গো হাতে

কলমই দিয়েছে লিখে

খুঁজছি আমি সেই নাগরিক

ছড়িয়ে দশ দিকে।

বলছে কি সব ঘুমের ঘোরে

বলছে কি সব যা তা

ধরেছে হাত ভয় কিসের আর

জগৎ জননী মাতা-

হাঁটবো কেন ওদের জন্য

লোভ যে গাদা-গাদা

ছাতার মতন দাঁড়িয়ে আছেন

রাজার বেশে দাদা।

ভুল করি সব চিনতে মানুষ

আগে ছিল যারা

ওরাই তো বিছিয়েছে রোদগুলো সব রক্ত দিয়ে তাজা..

জল চোখেতে লোভ গুলোকে

করবে ঘষা-মাজা

সেই নাগরিক এখন কেমন

একলা দ্বীপের রাজা…।

এই রাজারাই মিথ্যে রাজা

ভরায় না কোন ফাঁক

রাজা প্রজার লড়াইয়ের মাঝে

এরাই বড় দাগ।

এরাই কেমন মিচকি হাসে

সাজগোজে খুব বাহার

রাজার হয়েই জ্ঞান বিক্রি

আনন্দেতে আহার…

খুব বুঝেছি দিনে দিনে

লড়াই করেই যাওয়া

চলতে চলতে ঠিক নাগরিক

যাবেই খুঁজে পাওয়া..

সেই নাগরিক তুমি আমিই

রাস্তায় থাকি মোরা

সুখ দুঃখ মিলিয়ে মিশিয়ে

ভারতও যাবে জোড়া।

 

Loading