রাজা রামমোহন

কলমে- সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী

চন্দননগর, হুগলি

 

হে রাজা রামমোহন,

আজকের সমাজে, তোমাকেই প্রয়োজন

দৃঢ় চেতনা, সুদূর ভাবনা, তোমার মতো মানুষ

আধুনিক তকমায় কোথায় উড়ছে ফানুষ।

হয়তো উন্নত, বিজ্ঞানের দানে, কিছুটা এগিয়ে বাঙ্গালী

উপনিষদ, বেদ পড়ে না মানুষ, মুখে শুধু বাড়াবাড়ি। বোধোদয় অর্ধেক, মানবিক হাবে ভাবে

সুবিধার রঙমশালেও হিসেবের দড়ি টানে।

রাজনীতি, দূর্ণীতি, দেশ পড়েছে অথৈ জলে।

আখের গোছাতে ব্যস্ত সমাজও কথা বলে।

সমাজ সংস্কার করেছিলে, ভারত পথিক তুমি

আত্মীয় সভা, ব্রাক্ষ্মসমাজ প্রতিষ্ঠাতার পদচুমি।

রাধানগর গ্ৰামে জন্ম তোমার, শিক্ষা গ্ৰামের স্কুলে

মানুষের উপকার, এ্যংলো হিন্দু স্কুল গড়ে।

কি ভেবে ধরেছিলে,সমাজের-অজুহাত

আমি আমিতেই পৃথিবী মাটি

আমাদের নেই একান্ত উপহার।

মেরুদন্ড শক্ত হোক, দৃঢ় হোক সুচেতন

ফিরে এসো,ফিরে এসো — হে রাজা রামমোহন।

Loading