কবিতা- অজুহাত
কলমে – ✍️: করুণা দেবনাথ
দুর্নীতি আজ উঠছে ফেঁপে
গ্রাম শহরের কোণ
নীতির লড়াই চলছে বেজায়
সহোদর ভাই বোন।।
সেই তিমিরে মরবে জ্বলে
আগামী রথের ভ্রুণ
কেবল নানা অজুহাতে
করছে নিত্য খুন।।
হয়তো ভ্রুণের সেই শিশুটি
গড়তো স্বাধীন দেশ
অঙ্কুরেতেই দুষ্টর ফাঁদে
থমকে দাঁড়ায় রেশ।।
লাভের লোভে আপন মানে
বাড়ায় ঘুনের বাস
নিজের হাতে অস্ত্র রেখে
করে সম্মান নাশ।।
মানুষ ভাবে এক বেলাতে ই
জীবন চলে যায়
মন মুকুরে ফাগুন আগুন
সুখ সাগরে হায়।।
কারোর আবার দুর্নীতিটা
হয় যে মজ্জা গত
জীবন তরীর রাজা ভাবেন
ধিক্কার মিছিল শত।।