কবিতা – মুঠোয় ভরা ভালবাসা

কলমে – সুমিতা পয়ড়্যা

……………………..

মুঠো করে রেখেছি বলে

        ভালোবাসা পালাতে পারেনি

মুঠো করে রেখেছি বলে

           চোখ ছলছল করা ছাড়েনি

মুঠো করে রেখেছি বলে

               হৃদয়ে রুক্ষ হয়ে ওঠেনি

মুঠো করে রেখেছি বলে

       বিনীদ্র রজনী এখনো ভোলেনি

মুঠো করে রেখেছি বলে

       অতৃপ্ত আত্মার খোঁজা শেষ হয়নি

মুঠো করে রেখেছি বলে

   ক্রন্দনের আওয়াজ এখনো কেউ পায়নি

মুঠো করে রেখেছি বলে

             বৃষ্টিরা নোনা জলকে ভুলে যায়নি

মুঠো করে রেখেছি বলে

      অনুভূতিগুলো এখনো ধুলোয় মেশেনি

মুঠো করে রেখেছি বলে

      হাজার মাইলের হাঁটা পথে ভয় পায়নি

মুঠো করে রেখেছি বলে

        চলে যেতে যেতেও চলে যেতে পারেনি

মুঠো করে রেখেছি বলেই

           ভালোবাসা শেষ হয়ে যায়নি

মুঠো করে রেখেছি বলেই

      পিছন ফিরে আর তাকাতে হয়নি।।

Loading