কবিতা – জীবন নদ
কলমে – সোমা রায়
যোগেন্দ্রনগর, আগরতলা, ত্রিপুরা
জীবন নদে তরী বাইতে ছিলাম
স্বচ্ছ জলে …..,
জীবন নদে তরী বাইতে ছিলাম
বসন্ত আবহে ,
জীবন নদে তরী বাইতে ছিলাম
দখিনা বাতাসে ,
জীবন নদে তরী বাইতে ছিলাম
মেঘমুক্ত আকাশে,
জীবন নদে তরী বাইতে ছিলাম
আপন তালে ,
জীবন নদে তরী বাইতে ছিলাম
ছন্দ সুখে ,
জীবন নদে তরী বাইতে বাইতে
খেই হারিয়ে গেল হঠাৎ করে ….
জোয়ার ভাঁটাতে তরী গেল হারিয়ে …