নিজস্ব প্রতিনিধি – ইউরোপে জ্বালানি সংকট চলছে। এর মধ্যেই টানা সাত দিন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। বর্তমানে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলার ছাড়িয়েছে। যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। গতকাল মঙ্গলবার প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল ৮০.৬৯ ডলার, যা ২০১৮ সালের অক্টোবরের পর থেকে সর্বোচ্চ।
সামনের দিনগুলোতে তেলের দাম আরো বাড়বে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। মার্কিন ব্যাংক গোল্ডম্যান স্যাকস জানায়, চলতি বছরের শেষের দিকে তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারে পৌঁছাতে পারে। করোনা মহামারির শুরুতে তেলের দাম কমতে শুরু করে। গত বছরের এপ্রিলে ইতিহাসে প্রথমবারের মতো তেলের দাম ব্যারেলপ্রতি ‘শূন্য’ ডলারেরও নিচে নেমে যায়। বিভিন্ন দেশে করোনার কারণে আরোপ করা লকডাউন বা বিধিনিষেধ বিভিন্ন দেশ প্রত্যাহার করে নেওয়ার পর অর্থনীতি সচল হলে ফের তেলের চাহিদা বাড়তে থাকে।
108 total views, 2 views today