নিজস্ব প্রতিনিধি: রাজ্যে কমছে দৈনিক করোনা সংক্রমণ। শুক্রবার স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে,  ২৪ ঘণ্টায় রাজ্যে ৩১৯ জনের সংক্রমণ ধরা পড়েছে। বৃহস্পতিবার সেই সংখ্যা ছিল ৪৬৭। কমেছে দৈনিক মৃতের সংখ্যাও। ২৪ ঘণ্টায় করোনায় সংক্রামিত হয়ে রাজ্যে মৃত্যু হয়েছে ১৩ জনের। গতকাল সেই সংখ্যা ছিল ১৫। সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৩৪৬ জন। সুস্থতার হার ৯৮.৫৭ শতাংশ। পজিটিভিটি রেট ০.৯০ শতাংশ। সংক্রমণ কমলেও সাধারণ মানুষকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার, শারীরিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

Loading