শান্তি রায়চৌধুরী: টানা চারদিন রাজ্যে করোনায় দৈনিক মৃত্যুতে শীর্ষে কলকাতা, আর রাজ্যে দৈনিক মৃত্যুর  হার ৩০ শতাংশের ওপরে।

উল্লেখ্য, টানা চারদিন ধরেই রাজ্যে করোনায়  দৈনিক মৃত্যু ৩০-এর ওপরে। দশ হাজারের উপরে সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে কলকাতা।

কলকাতার পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে দুই ২৪ পরগনা। একদিনে ১০ জনের মৃত্যু। হাওড়া-হুগলিতেও বাড়ছে মৃত্যু। ২০ শতাংশের নিচে পজিটিভিটি রেট।

এই পরিস্থিতিতে  ফের রাজ্যজগুলিকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। চিঠিতে বলা হয়েছে, পরিকল্পনা করে দ্রুত বাড়ানো হোক পরীক্ষা। যেখানে পজিটিভিটি রেট বেশি, সেখানে বাড়ানো হোক টেস্ট।

Loading