নিজস্ব প্রতিনিধি: শুক্রবার দুর্গাপুর ইস্পাত কারখানায় গ্যাস লিক করে ৩ জন ঠিকাকর্মীর মৃত্যু হয়েছে। আর ৪ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
কারখানা সূত্রে জানা গিয়েছে, এদিন বেসরকারি ঠিকা সংস্থার হয়ে সুপারভাইজার অরূপ মজুমদার সহ ৮ জন ঠিকাকর্মী ডিএসপির বেসিক অক্সিজেন ফার্নেসে রক্ষণাবেক্ষণের কাজ করতে নেমেছিলেন। সেই সময়ই ফার্নেস থেকে কার্বন মনোক্সাইড গ্যাস লিক করে ৮ জন অসুস্থ হয়ে পড়েন। এরপর অসুস্থ ব্যক্তিদের উদ্ধার করে কারখানার মেডিকেল ইউনিটে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৩ জনের মৃত্যু হয়। কি করে গ্যাস লিক করল, তা নিয়ে তদন্ত করছে কারখানা কর্তৃপক্ষ।