নিজস্ব প্রতিনিধি- টাকা থাকলে মানুষের শখের কমতি নেই। ইচ্ছে হলেই অনেকে অনেক কিছুই করেন, ফুরিয়ে দেন লাখ লাখ টাকা। এবার এমনই এক কাণ্ড ঘটিয়েছেন এক নারী। নিজের পোষ্য কুকুরের জন্মদিন পালনে খরচ করেছে ১১ লাখ টাকা।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, চীনের হুনান প্রদেশে ঘটেছে এই ঘটনা। খবরে দাবি, লাখ লাখ টাকা খরচ করে ডু ডু নামে পোষ্য কুকুরের জন্মদিন পালন করেছেন এক নারী।
শুধু তাই নয়, ডু ডু-র জন্মদিনকে স্মরণীয় করে রাখতে ড্রোন শোয়ের আয়োজনও করা হয়েছিল। এই শোএর স্থায়িত্ব ছিল ৩০ মিনিট।
জানা যায়, ওই পুরো অনুষ্ঠানের জন্য একটি সংস্থাকে বরাত ওই নারী। কোনও বিয়েবাড়ি বা অনুষ্ঠানবাড়িতে যে রকম আয়োজন করা হয় ঠিক সে রকমই আয়োজন করা হয়েছিল ডু ডু-র জন্মদিন পালনে।
20 total views, 2 views today