শান্তি রায়চৌধুরী: সল্টলেকের অফিস যাত্রীরা এবার পেতে চলেছেন শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা। মেট্রো সূত্রে খবর, আগামী ১৫ মার্চ শিয়ালদা-সেক্টর ৫ মেট্রোর চূড়ান্ত পরীক্ষা হবে। পরীক্ষা সফল হলেই শিয়ালদা পর্যন্ত চলবে মেট্রো। জানানো হয়েছে পরীক্ষা সফল হলে বাংলা নববর্ষের আগেই শুরু হবে পরিষেবা।

গত জানুয়ারিতেই তৈরি হয়ে গিয়েছিল স্ক্রিন ডোর। যাত্রীর জন্য অপেক্ষা করছে চলমান সিঁড়ি , ও ঝকঝকে স্টেশন। তবে কি ইস্ট ওয়েস্ট মেট্রোয়, দ্রুত সেক্টর ফাইভের সঙ্গে জুড়ে যাবে শিয়ালদা স্টেশন? সম্প্রতি, অগ্নি-সুরক্ষা সংক্রান্ত ছাড়পত্র হাতে এসে যাওয়ায় সেই জল্পনাই উস্কে দিয়েছে।

 64 total views,  2 views today