শান্তি রায়চৌধুরী :  দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেল ‘৮৩’র টিজার। ১৯৮৩ সালের ২৫ জুন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় দিন। কারণ, প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ জয় করেছিল ভারতীয় ক্রিকেট টিম। সেই অবিস্মরণীয় জয়ের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘৮৩’। শুক্রবার মুক্তি পেয়েছে কবীর খান পরিচালিত ‘৮৩’-র টিজার। তাতেই রণবীর সিং-এর ভূমিকা দেখে প্রশংসায়পঞ্চমুখ নেটিজেনরা।

এই ছবি তৈরির কাজ তৈরি শুরু হয়েছিল ২০১৯ সালে। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০তে। কিন্তু করোনা মহামারীর কারণে তা পিছিয়ে গিয়েছিল। অবশেষে শুক্রবার টিজার মুক্তি পেল। আগামী ২৪ ডিসেম্বর থেকে ছবিটি দেখা যাবে প্রেক্ষাগৃহে।

সেখানে কপিল দেবের চরিত্রে থাকবেন রণবীর সিং আর কপিল দেবের স্ত্রী রোমি দেবের চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকোনকে। দীর্ঘ প্রতীক্ষিত এই ছবিটি দেখার অপেক্ষায় রয়েছেন সমস্ত সিনেমাপ্রেমীরা।

Loading