নিজস্ব প্রতিনিধি – **কেন্দ্রীয় বাহিনী দিয়েই পুরভোট চান রাজ্যপাল। সূত্রের খবর রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে একথাই জানিয়েছেন তিনি। অপরদিকে কেন্দ্রীয় বাহিনীর আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বঙ্গ বিজেপি।

**রাজ্যে আবার ঘূর্ণিঝড়ের চোখরাঙানি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বাংলায় আছড়ে না পড়লেও, ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বিপদ এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে প্রশাসন। অঘ্রাণ ফসল তোলার মাস। ঝড়বৃষ্টিতে ফসলের বড়সড় ক্ষতির আশঙ্কা দানা বাঁধছে।

**ক্রমশই বাড়ছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রন। যা উদ্বিগ্ন বিশ্ববাসী। এখনও পর্যন্ত অন্তত ৩০টি দেশে থাবা বসিয়েছে নতুন স্ট্রেনটি। এর মধ্যে রয়েছে ভারতও। যে গতিতে ওমিক্রন ছড়িয়ে পড়ছে, তাতে শীঘ্রই এটিই বিশ্বে মূল সংক্রামক স্ট্রেন হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল।

**জাপানের হনসু উপকূলে কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। ওকায়ামায় ভূপৃষ্ঠ থেকে ২০ কিমি গভীরে ছিল কম্পনের কেন্দ্রস্থল। কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।

**মুম্বই থেকে ফিরেই জাওয়াদ নিয়ে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষয়ক্ষতি এড়াতে শনি থেকে সোমবার রাজ্যের উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

**মার্চে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হতে পারে। ডিসেম্বরেই এই পরিষেবা চালু করে দিতে চেয়েছিল মেট্রো কর্তপক্ষ। কিন্তু বেশ কয়েকটি সমস্যা দেখা দেওয়ায় মার্চের আগে পরিষেবা শুরু করা যাবে না বলে মনে করছে কেএমআরসি।

**দক্ষিণ আফ্রিকা থেকে আসা রাজস্থানের একই পরিবারের চারজন করোনায় আক্রান্ত। রাজস্থানের ওই পরিবারের সংস্পর্শে আসা আরও পাঁচজনের শরীরে মিলেছে সংক্রমণ। ইতিমধ্যেই তাঁরা জয়পুরে কোয়ারান্টিনে রয়েছেন।

**কেন্দ্রীয় বাহিনী দিয়েই পুরভোট চান রাজ্যপাল। সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন তিনি। কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বঙ্গ বিজেপি।

**দূষণের গ্রাসে দিল্লি। আর তাই সতর্কতা অবলম্বনে ফের বন্ধ করা হল স্কুল, কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের দরজা।

**১৩ ডিসেম্বর গোয়া যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।এদিকে, ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে আজ প্রধানমন্ত্রীর কাছে বঙ্গ বিজেপির সাংসদরা।

**নবান্ন সূত্রের খবর, হলদিয়া, খিদিরপুর বন্দরে বিনিয়োগে আগ্রহী আদানি গোষ্ঠী। অভিষেকের উপস্থিতিতে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে ১ ঘণ্টার বেশি সময় ধরে আদানির বৈঠক হয়।

Loading