শান্তি রায়চৌধুরী : প্রতি বৃহস্পতিবার  ছোটপর্দার টিআরপি তালিকা প্রকাশ করা হয়। তাই প্রতি সপ্তাহেই জোরদার প্রতিযোগিতা চলে সব দুরদর্শন এর ধারাবাহিকগুলির মধ্যে। এই সপ্তাহেও সেই প্রতিযোগিতার লড়াইয়ে  নিরাশ করেনি সাম্প্রতিক জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। ৪৬তম সপ্তাহেও নিজের জায়গা ধরে রাখল সিদ্ধার্থ এবং মিঠাই জুটি। এই সপ্তাহে টিআরপি তালিকায় নম্বরটা আরও বাড়িয়ে নিয়েছে মিঠাই। এ সপ্তাহে নজর কেড়েছে অন্যান্য ধারাবাহিকগুলিও। তবে ফিকে হয়েছে ‘মন ফাগুন’-এর ঋষি-পিহু জুটি।

এ সপ্তাহে টিআরপি তালিকায় সেরা দশটি ধারাবাহিক সিরিয়াল হল:

প্রথম -মিঠাই (১১.২),

দ্বিতীয় -উমা (৯.৩),

তৃতীয় -অপরাজিতা অপু (৮.৮),

চতুর্থ -যমুনা ঢাকি (৮.৫), ও চতুর্থ -সর্বজয়া (৮.৫),

পঞ্চম -খুকুমণি হোম ডেলিভারি (৮.৪),

ষষ্ঠ -করুণাময়ী রাণী রাসমণি উত্তর পর্ব (৭.৫),

সপ্তম -খেলাঘর (৭.১), ও

সপ্তম -বরণ (৭.১),

অষ্টম -কৃষ্ণকলি (৭.০),

নবম -খড়কুটো (৬.৭),

নবম -কড়ি খেলা (৬.৭),

দশম -মন ফাগুন (৬.৬)

দশম -ধুলোকণা (৬.৬)।

 123 total views,  2 views today