নিজস্ব প্রতিনিধি; আজ উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ে নয়টি জেলার ৫৯ টি আসনে  ভোটগ্রহণ। চতুর্থ পর্বের ভোটের জন্য সোমবার প্রচার শেষ হয়েছে। এদিন পিলভিট, লখিমপুর খেরি, সীতাপুর, হরদোই, উন্নাও, লখনউ, রায়বরেলি, বান্দা ও ফতেপুর জেলার ৫৯ টি বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে। চতুর্থ দফার ভোটে লড়াইয়ের ময়দানে রয়েছেন ৬২৪ জন প্রার্থী।

২০১৭-র বিধানসভা নির্বাচনে এই ৫৯ আসনের মধ্যে ৫১ টিতেই জিতেছিল বিজেপি। এছাড়া সমাজবাদী পার্টি চার, বিএসপি ৩ , বিজেপির শরিক আপনা দল-সোনেলাল একটি আসন জিতেছিল।

Loading