নিজস্ব প্রতিনিধি – পশ্চিমবঙ্গে কোভিড আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এবার একের পর এক চিকিৎসক করোনায় করোনা আক্রান্ত হতে শুরু করেছেন।

সোমবার জানা গেল, নীলরতন সরকার মেডিকেল কলেজের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং রোগীসহ মোট ৬১ জন কোভিড পজিটিভ হয়েছেন।

 হাসপাতাল সূত্রে খবর, সোমবার কোভিড পজিটিভের যে তালিকা হাসপাতালে পৌঁছেছে, তাতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং রোগী মিলিয়ে মোট ৬১ জন আক্রান্ত বলে উল্লেখ করা হয়েছে।

একের পর এক হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা করোনায় সংক্রমিত হওয়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। ভার্চুয়াল মাধ্যমে জরুরি বৈঠকে বসেছেন দফতরের কর্তারা।

 22 total views,  2 views today