শান্তি রায়চৌধুরী: বাড়ছে তাপমাত্রার পারদ, সেই সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস । জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। গত কয়েকদিন ধরেই রাজ্যের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ায় এবার রাজ্য  থেকে শীত বিদায়ের পালা।

এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর ফলে উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হওয়ায় সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ২০ তারিখ, রবিবার রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলি আজ শুষ্ক থাকলেও দার্জিলিং এবং কালিম্পংয়ে এদিন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে বৃষ্টিপাতের সম্ভাবনা। রবিবার বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ সমস্ত জেলাগুলিতেই। সোমবার থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে। শুক্র এবং শনিবার শুষ্ক থাকবে আবহাওয়া। বাড়বে তাপমাত্রা।

Loading