নিজস্ব প্রতিনিধি: ‘বিকিনি অথবা ঘোমটা, জিন্স কিংবা হিজাব কে কী পরতে চায় সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। একজন নারীর এই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার আছে। ’ হিজাব ইস্যুতে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর এমন টুইটের সমালোচনা করেছেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক এবং কর্ণাটকের চিকমাগালুরের বিধায়ক সিটি রবি। তিনি মন্তব্য করেছেন, ‘প্রিয়াঙ্কা দিদি ইউনিফর্ম না বিকিনি কোনটা পরে স্কুলে গিয়েছিলেন কিনা তা জানতে চাই।’ বিজেপি নেতার এই মন্তব্যের সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা।

প্রিয়াঙ্কা বলেন, ‘হিজাব পরা বা না পরা, বিকিনি পরা বা না পরা মেয়েদের পছন্দ। বিষয়টি নিয়ে ট্যুইট করেছেন প্রিয়াঙ্কা দিদি। কিন্তু, স্কুলে ইউনিফর্ম পরতে হয়’।

তাঁর প্রশ্ন, ‘কেউ কি বিকিনি পরে স্কুলে যেতে পারে? বিকিনি পরে সমুদ্র সৈকতে যেতে পারেন। কেউ বাড়িতে কিছু পরতে পারে কিন্তু স্কুলে এটা কি সম্ভব?’

‘স্কুলের পোশাক জাত-পাত ও শ্রেণি বৈষম্য দূর করে। স্কুলে নির্দিষ্ট পোশাক পরে যাওয়া উচিৎ’ বলেন প্রিয়াঙ্কা।

বিজেপি নেতা বলেন, ‘ইউনিফর্ম জাত ও শ্রেণির পার্থক্য দূর করে। একজন মুসলিম পুলিশ নারী কি বলতে পারে যে শরিয়ত তাকে বোরখা পরার নির্দেশ দেয়? তিনি কি ডিউটিতে বোরখা পরতে পারেন? তিনি তা করলে কী হবে? তারা বোরখা এবং হিজাব পরতেই পারেন কিন্তু, সবার পোশাক এক থাকা উচিত।বিজেপির অভিযোগ ভোটের স্বার্থে কংগ্রেস হিজাব নিয়ে বিতর্ক তৈরি করতে চাইছে।

Loading