নিজস্ব প্রতিনিধি – উত্তরবঙ্গ থেকে ফের তৃণমূলকে তুলোধোনা করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার অভিযোগ তোলার পাশাপাশি ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের জন্য রাজ্য সরকারকেই দায়ী করলেন তিনি।

বিধানসভা নির্বাচনের আগে নেতা-কর্মীদের মধ্যে তৃণমূল ত্যাগের হিড়িক পড়ে গিয়েছিল। তবে ভোট মিটতেই ছবিটা পালটেছে। এখন শুরু হয়েছে তৃণমূলে ফেরা। উত্তরবঙ্গে যেখানে বিজেপি বরাবরই ভাল ফল করে আসছে, সেখানও ভাঙন ধরেছে। একের পর এক নেতা দল ছেড়ে যোগ দিচ্ছেন ঘাসফুল শিবিরে। এই পরিস্থিতি মোকাবিলায় শনিবার ২ দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। রবিবার কোচবিহারের বিজেপি কার্যালয়ে গিয়েছিলেন তিনি। সেখানে সাংবাদিক বৈঠক থেকে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ। উত্তরবঙ্গকে আলাদা রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, “উত্তরবঙ্গের মানুষ বরাবরই পিছিয়ে। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট কিছুই হচ্ছে না, সেই কারণেই হয়তো আলাদা কিছু ভাবনা।” এদিন তিনি তৃণমূলকে বিঁধে আরও বলেন, “তৃণমূলের পায়ের তলার মাটি উত্তরবঙ্গ থেকে সরে গিয়েছে সে কারণেই কখনও গোর্খা কখনও কামতাপুরীদের সঙ্গে নিয়ে জেতার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের মানুষ বিজেপির সঙ্গে ছিল, রয়েছে।” কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ড প্রসঙ্গে রাজ্য সরকারকেই ‘ভুয়ো’ বলে কটাক্ষ করেন তিনি।

Loading