শান্তি রায়চৌধুরী: গত বছর থেকে হাই-ভোল্টেজের রাজনীতি দেখছে পাঞ্জাব । এবার এক দফায় নির্বাচনে কারা কিস্তিমাত করতে চলেছে কৃষক-অন্দোলনের অন্যতম গড় এই রাজ্যে ?এবিপি-সিভোটার সমীক্ষায় ইঙ্গিত, বড়সড় চমক দিয়ে পাঞ্জাবে ক্ষমতা দখল করতে পারে আম আদমি পার্টি।

সমীক্ষায় বলা হয়েছে, এবার এই রাজ্যে অরবিন্দ কেজরিওয়ালের দল জিতে নিতে পারে  ৫৫ থেকে ৬৩টি আসন ! ক্ষমতা হারিয়ে কংগ্রেস জিততে পারে ২৪ থেকে ৩০টি আসনে। ২০ থেকে ২৬টি আসন যেতে পারে শিরোমণি অকালি দলের ঝুলিতে। মাত্র ৩ থেকে ১১টি আসনে জয়ী হতে পারে অমরিন্দর সিং ও বিজেপির জোট। সর্বোচ্চ ২টি আসন যেতে পারে অন্যদের ঝুলিতে।

সি ভোটার সমীক্ষায়

ইঙ্গিত আদমি পার্টি প্রায় ৪০ শতাংশ ভোট পেতে পারে। কংগ্রেস পেতে পারে ৩০ শতাংশ ভোট। ২০ শতাংশ ভোট যেতে পারে শিরোমণি অকালি দলের ঝুলিতে। এছাড়াও অমরিন্দর-বিজেপি জোট ৮ শতাংশ এবং অন্যরা ২ শতাংশ ভোট পেতে পারে।

Loading