শান্তি রায়চৌধুরী: নির্বাচন এসে গেল।উত্তরাখণ্ড কার ? চূড়ান্ত ফলাফল জানা যাবে ১০ মার্চ। কিন্তু, তার আগে এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষায় উঠে এল আগাম আভাস। পাহাড়ি এই রাজ্যে এবার ত্রিশঙ্কু হতে পারে ফলাফল। এমনই ইঙ্গিত দিচ্ছে এবিপি নিউজ-সিভোটারের ওপিনিয়ন পোলে।
এই বিধানসভায় ৭০টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ৩১ থেকে ৩৭টা আসন। অন্যদিকে কংগ্রেস পেতে পারে ৩০ থেকে ৩৬টি আসন। অন্যদিকে আপ এই রাজ্যে সবে প্রবেশ করলেও তারা ২ থেকে ৪টি আসন পেতে পারে বলে জনমত সমীক্ষায় উঠে এসেছে। ১টি আসন যেতে পারে অন্যদের ঝুলিতে।
78 total views, 2 views today