শান্তি রায়চৌধুরী: এবারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হতে চলেছে অফলাইনেই।  এর জন্য যাবতীয় পরিকল্পনা এবং প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন পর্ষদ এবং সংসদের সভাপতি।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা:

উচ্চমাধ্যমিক পরীক্ষা ‘হোম সেন্টার’ বা নিজের নিজের স্কুলে হবে। তবে মাধ্যমিক হবে নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে। লিখিত ও প্র্যাক্টিক্যাল দুটি পরীক্ষাই সংক্ষিপ্ত পাঠ্যক্রমের ভিত্তিতেই হবে বলে জানানো হয়েছে ।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, অফলাইনেই হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। হোম সেন্টারে পরীক্ষা হবে। ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত প্র্যাক্টিক্যাল পরীক্ষা হবে।

মাধ্যমিক পরীক্ষা:

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এবারের মাধ্যমিকও অফলাইনে হবে। তবে মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে হবে না। কারণ, সব স্কুলে পরীক্ষার পরিকাঠামো তৈরি করা সম্ভব নয়।

প্রতিটি পরীক্ষাকেন্দ্রে আইসোলেশন রুম থাকবে। পরীক্ষা চলাকালীন কেউ অসুস্থ হয়ে পড়লে এবং তার করোনার উপসর্গ দেখা দিলে সে আইসোলেশন রুমে করোনাবিধি মেনে পরীক্ষা দিতে পারবে। উপরন্তু হাসপাতালে বসেও পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে বলে জানান পর্ষদ সভাপতি।

Loading