শান্তি রায়চৌধুরী: কলকাতার ট্রাম ডিপোগুলির দিকে এবার নজর দিয়েছে রাজ্য সরকার। কার্যত কলকাতা শহরে কুটিরশিল্পের হাব তৈরি করার জন্য উপযুক্ত জমি সন্ধান করছিল রাজ্য সরকার। আর সেই পরিপ্রেক্ষিতে তিনটি ট্রাম ডিপোকে বেছে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

রাজাবাজার ট্রাম ডিপো:

বস্ত্র শিল্পের জন্য বাছা হয়েছে রাজাবাজার ট্রাম ডিপো। এখানে বাংলা্র তাঁতের শাড়ি পাওয়া যাবে।

কালীঘাট ট্রাম ডিপো:

কালীঘাট ট্রাম ডিপোতে তৈরি হবে রসগোল্লার হাব।এখানে রসগোল্লা সাথে বাংলার বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যাবে।

বেলগাছিয়া ট্রাম ডিপো:

বেলগাছিয়া ট্রাম ডিপোতে  সোনার গয়না তৈরি হবে। সেখানে খুচরো কেনাবেচার পাশাপাশি রফতানিতেও গুরুত্ব দেওয়া হবে।

এই হাবগুলিতে বাংলার বিভিন্ন ব্যবসায়ীরা সারা বছরের জন্য ব্যবসা করতে পারবেন। খুব স্বাভাবিকভাবেই ট্রাম ডিপোকে এভাবে বাংলার বিভিন্ন শিল্পালয় তৈরী করার পরিকল্পনা হয়ে উঠেছে প্রশংসার যোগ্য।

Loading